আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব যে 9 টি কারণে আপনি ফরজ নামাজ পড়ে দিতে পারবেন অর্থাৎ যেসব কারণে ফরজ নামাজ ছেড়ে দেয়া ওয়াজিব হয়ে যায় । প্রিয় দর্শক নামাজ ছেড়ে দেয়ার কারণ গুলো জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখেছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপলোড দেয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো চলুন আলোচনা শুরু করা যাক । প্রিয় দর্শক যেসব কারণে ফরজ নামাজ ছেড়ে দেয়া ওয়াজিব হয় তার মধ্যে এক নাম্বার কারণ হলো জীবন বিপন্ন হলে অর্থাৎ মুসল্লির কিংবা অন্যের জীবন হুমকির মুখে পড়লে নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব । যেমন কোন ব্যক্তি পানিতে বা আগুনে পড়ে গেলে এবং অন্য কোন সাহায্যকারী না থাকলে অথবা মুসল্লীর গায়ে কোন বিষাক্ত প্রাণী উঠলে বা কোন অস্ত্রধারী সন্ত্রাসী নামাজের স্থানে হামলা করলে । দুই নাম্বার কারণ হলো ভয়াবহ বিপদের আশঙ্কা করলে অর্থাৎ মুসল্লী যখন কোন অন্ধ শিশু বা শারীরিক প্রতিবন্ধীদের বিপদে পড়ার প্রবল আশঙ্কা করবে তখন নামাজ ছেড়ে দেওয়া যাবে । যেমন শিশুর পানির কুপে বা ট্যাংকে পড়ে যাওয়া ঘরের কোথাও আগুন ধরা পশু পাখি হিংস্র প্রাণীর আক্রমণের প্রভাব ধারণা হলে ইত্যাদি । তিন নাম্বার কারণ হলো ঘরে চোর ঢুকলে অর্থাৎ নামাজে দাঁড়ানোর পর যদি ঘরে চোর ঢুকে এবং চুরি করা পণ্যের মূল্য একটি রুপার মুদ্রা বা তার চেয়ে বেশি হয় তাহলে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে । চার নাম্বার কারণ হলো সন্তানের ব্যাপারে ভয় হলে অর্থাৎ মা যদি সন্তানের অঙ্গহানি বা তার পথ হারিয়ে ফেলার ভয় করে তাহলে নামায বিলম্বিত করা এবং নামাযে থাকলে তা ছেড়ে দেওয়ার অবকাশ আছে । পাঁচ নাম্বার কারণ হলো খাবার পুড়ে নষ্ট হবার ভয় হলে অর্থাৎ যদি চুলায় খাবার থাকে এবং তা পড়ে নষ্ট হওয়ার ভয় থাকে তাহলে আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন । 6 নাম্বার কারণ হলো পথিক ডাকাতের হাতে পড়ার ভয় করলে অর্থাৎ নামাজে দাঁড়ানোর পর পথিক যদি ডাকাত বা ছিনতাইকারীর কবলে পড়ার ভয় করে তবে নামাজ ছেড়ে দেওয়া যাবে । 7 নাম্বার কারণ হলো বিষাক্ত প্রাণী আক্রমণ করতে এলে অর্থাৎ নামাজের দিকে বিষাক্ত প্রাণী চলে আসে বা ঘরে গবাদিপশু ঢুকে পড়লে নামাজ ছেড়ে দিয়ে তাদের প্রতিহত করা যাবে । এক নাম্বার কারণ হলো প্রাকৃতিক প্রয়োজনে অর্থাৎ প্রস্রাব- বা পায়খানার প্রবল চাপ তৈরি হলে মুসল্লী নামাজ ছেড়ে প্রয়োজন পূরণ করবে । এবং 9 নাম্বার কারণ হলো নফল নামাজে থাকা অবস্থায় মা-বাবা ডাকলে অর্থাৎ নফল নামাজে থাকা অবস্থায় মা-বাবা ডাকলে নামাজ ছেড়ে তাদের ডাকে সাড়া দেওয়া যাবে । তবে তাদের ডাকে সাড়া দেয়ার জন্য ফরজ নামাজ ছেড়ে দেয়া যাবে না । এটি আপনাদের মনে রাখতে হবে । এই ৯টি কারণে আপনারা নামাজ ছেড়ে দিতে পারবেন । প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমি আপনাদের সামনে শেয়ার করলাম যাতে করে আপনি নিজে জানতে পারেন এবং আপনার পাড়া-প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দিতে পারেন । অনেক দ্বীনি ভাই বোন রয়েছে নামাজে দাঁড়ানোর পর বিভিন্ন প্রকার বিপদ আপদ সমস্যা রয়েছে তার পরেও তারা নামাজ ছেড়ে দিতে চান না তাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম । জাতে করে সকলে সঠিক নিয়ম টি বুঝতে পারে । প্রদর্শক আমি অনুরোধ করবো যারা এই বিষয়গুলো জানলেন তারা অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দিয়ে যাবেন । সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ যেন আমাদের সবাইকে তার সঠিক নিয়ম কানুন মেনে আমল করার তৌফিক দান করেন আমিন ।
তো প্রিয় দর্শক মন্ডলী জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
0 মন্তব্যসমূহ
Thanks
Emoji